Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবা সহজিকরণ
বিস্তারিত

০১।          বিদেশ গমনেচ্ছু কর্মীদের নাম ডাটাবেজ নিবন্ধীকরণঃ

১লা মার্চ/০৪ খ্রি: মাস হইতে বিদেশ গমনেচ্ছু কর্মীদের নাম নিবন্ধীকরণ করা হয়। চলতি মাস পর্যন্ত ৩,৯৫৩ জন বিদেশ গমণ ইচ্ছুক কর্মীর নাম নিবন্ধন ও ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়। উক্ত ব্যাপারে ব্যাপকভাবে প্রচারের নিমিত্তে মাননীয় চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটির নির্দেশক্রমে ও জেলা সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা তথ্য অফিস, রাঙ্গামাটির মাধ্যমে শহর এলাকায় মাইকিং করা হয়।

 

০২।    ফিংগারপ্রিন্ট সংক্রান্ত:

       অত্র জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বর্তমানে বিদেশগামী কর্মীদের ফিংগারপ্রিন্ট সেবা প্র্রদান করা হয়।

 

০৩।         সরকারীভাবে জি টু জি পদ্ধতিতে মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের রেজিষ্ট্রেশন সংক্রান্ত

অত্র জেলায় ৪৪টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে সরকারীভাবে মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের অনলাইনে মোট ৪,৮১৪ জন রেজিষ্ট্রেশন করেন এবং লটারী মাধ্যমে প্রাথমিক বাচাইয়ে ১৪৬ জন নির্বাচিত হন এবং এর থেকে ৫৯ জনকে চুড়ান্তভাবে নির্বাচিত ও ট্রেনিং দেওয়া হয়।

 

০৪।          হংকং মহিলা গৃহকর্মীর রেজিষ্ট্রেশন সংক্রান্ত:

                অত্র জেলায় ৪৪ টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক মোট ৮৭ জন বিদেশ গমনেচ্ছু মহিলা কর্মী নাম রেজিষ্ট্রেশন করেন।

 

০৫।          রাঙ্গামাটি জেলা হতে বিদেশ গমণ সংক্রান্ত:

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকার সূত্রমতে রাঙ্গামাটি জেলা হতে এ পর্যন্ত মোট পুরুষ ৩,৯৫৩ জন মহিলা ৫২৮ জন সর্বমোট ৪,৪৮১ জন কর্মী চাকুরি নিয়ে বিভিন্ন দেশে গমণ করেন।

 

০৬।    রাংগামাটি জেলা হতে বিভিন্ন দেশে কর্মরত অবস্থায় মৃতের সংখ্যা এবং আর্থিক সহায়তা সংক্রান্ত:

       মার্চ/১৯খ্রি: পর্যন্ত বিদেশে কর্মরত অবস্থায় ১৮ জন কর্মী মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণকারী প্রবাসী কর্মীর ওয়ারিশদের লাশদাফন/পরিবহন এবং আর্থিক সহায়তা বাবদ=৫১,৩৯,১১৫/- টাকা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে প্রদান করা হয়।

 

০৭।    প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি সংক্রান্ত:

       প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের বিভিন্ন উপজেলা ও সদরের কলেজ ও স্কুল হতে প্রাপ্ত শিক্ষা বৃত্তির আবেদন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রেরণ করা হয় এবং ২০১৭-১৮ অর্থ বছরে ০২ (দুই) জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। (মাসিক ৭০০/- টাকা হারে এবং বই ক্রয়সহ অন্যান্য আনুষাংগিক খরচ হিসাবে এককালীন ১,৫০০/- টাকাসহ বার্ষিক ১২,৭০০ =৮৪০০+১৫০০ সর্বমোট = ৯,৯০০/- টাকা প্রদান করা হয়।   

 

০৮।    আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন:

       ২০০০ সনের ২৮ জুলাই জাতিসংঘ কর্তৃক ১৮ ডিসেম্বরকে "আন্তর্জাতিক অভিবাসী দিবস" ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশক্রমে জেলা প্রশাসন রাংগামাটি আয়োজনে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, রাংগামাটির সার্বিক সহযোগিতায় অত্র জেলায় ২০০৮ সাল হতে জাঁকঝমকপূর্ণভাবে "আন্তর্জাতিক অভিবাসী দিবস" পালন করা হয়।

 

০৯।    জেলা পর্যায়ে "জেলা উন্নয়ন মেলা" এবং ডিজিটাল উদ্ভাবনী মেলা" নিয়মিত অংশ গ্রহণ পূর্বক কার্যক্রম সমূহ উপস্থাপন ও অনলাইন সেবা প্রদান করা হয়ে থাকে।

 

১০।    জেলা আইন শৃঙ্খলা সভা, মানবপাচার প্রতিরোধ কমিটি সভা, জেলা সমন্বয় সভা এবং জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন সভায় নিয়মিত অংশ গ্রহণ করা হয়।

 

১১।    বিদেশ গমনেচ্ছু কর্মীদের সচেতনতা ও উদ্বুদ্ধ করণের লক্ষ্যে উপজেলার গমণ করে লিফলেট, পোষ্টাল, পুস্কিকা, প্রচারপত্র বিতরণ করা হয় এবং জেলা তথ্য অফিসের মাধ্যমেও বিভিন্ন উপজেলার মাইকিং করা হয় এবং বাংলাদেশ বেতার রাংগামাটি কেন্দ্রের মাধ্যমেও প্রচার করা হয়।